রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময়

Published: 16 Mar 2017   Thursday   

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি(সনাক) এর উদ্যোগে বৃহস্পতিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে সেবারমান উন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার এবং শুভেচ্ছা বক্তব্যে রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক এ্যাডভোকেট মিহির বরণ চাকমা। 

 

সভায় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি অমলেন্দু হাওলাদার, সনাক সদস্য মোহাম্মদ আলী, স্বজন সদস্য রঞ্জিত নাথ দেব, ইয়েস সদস্যসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা।


সভায় হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও ওয়ার্ড পরিদর্শন, প্যাথলজিক্যাল পরীক্ষার ফি দৃশ্যমান স্থানে প্রদর্শন, ঔষধের বাংলা তালিকা প্রদর্শন ও নিয়মিত হাল নাগাদ করা, তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য আবেদন ফরম প্রাপ্তি রেজিষ্টার চালু করা,অভিযোগ গ্রহন ও নিস্পত্তি রেজিষ্টার চালু করা এবং রোগীদের জন্য প্রদেয় খাদ্য তালিকা প্রদর্শনের বিষয়ে আলোচনা হয়। তাছাড়া হাসপাতালে ক্লিনার পদে যারা কর্মরত রয়েছে তারা নিজেরা তাদের দায়িত্ব পালন না করায় হাসপাতালে অপস্কিার ও অপরিচ্ছন্ন থাকে।


সভায় সিভিল সার্জনএ বিষযে পদক্ষেপ নেবেন বলে জানান। হাসপাতালে কনসালটেন্টদের উপস্থিতির বিষয়ে সিভিল সার্জন বলেন কনসালটেন্টরা যাতে সপ্তাহে ছয় দিন হাসপাতালে উপস্থিত থাকেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


সভায় বক্তব্য প্রদান করেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল হাই এবং আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মংক্যাচিং সাগর।


তারা বলেন,বর্তমানে প্রত্যন্ত এলাকা হিসেবে রাঙামাটি জেনারেল হাসপাতাল সেবা প্রদানের ক্ষেত্রে পূর্বের চেয়ে অনেক উন্নত হয়েছে। সবাই যদি নিজনিজ অবস্থান থেকে সচেতন হয়। তবে সেবারমান আরও বৃদ্ধি পাবে। সনাক কর্তৃক হাসপাতালে সেবারমান উন্নয়নে যেসব সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত