বরকলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

Published: 17 Mar 2017   Friday   

রাঙামাটির বরকলে যথাযোগ্য মর্যাদায় শুক্রবার রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

 

বঙ্গবন্ধুর জন্ম দিন,বাংলাদেশের খুশির দিন এ প্রতিপাদ্যকে নিয়ে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আয়োজন করা আলোচনা সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভীনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমায়েত আলম বড়হরিণা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাব হোসেন।

 

 এ সময় বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা,বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী পুলিশ সাংবাদিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় ও বরকল রাগীব রাবেয়া কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিপ্লবী আদর্শ্যে আদর্শিত হয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যাওয়ার আহ্বান করেন।

 

আলোচনা সভার আগে উপজেলা পরিষদের মাঠ থেকে র‌্যালী শুরু করে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলার মাঠ চত্বরে  গিয়ে শেষ হয়। আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  সাজিয়া পারভীন।

হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত