রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৩জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

Published: 17 Mar 2017   Friday   

রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকায় পাহাড় ধসে নিহত ৩ জনের লাশ শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

জানা যায়, শহরের কলেজ গেইট এলাকায় ধ্বসে চাপা পড়ে নিহত ৩জনের লাশ ময়না তদন্তের শেষে  শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে স্বজনরা নিহতদের গ্রামের বাড়ি নিয়ে গেছে।

 

সূত্র জানায়,কলেজ গেইট এলাকায় পাহাড় ধ্বসে হতাহতের ঘটনায় এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। দূর্ঘটনা কবলিত বসতঘর ও তার পাশে এলাকায় চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকায় আর কয়েকটি বসতঘর ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়া বিরাজ করছে স্থানীয়দের মধ্যে উচ্ছেদ আতংক।

 

এদিকে শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান হাসপাতালে নিহতদের দেখতে যান। সেখানে তিনি নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা ও ৩০ কেজি চাল সহায়তা  প্রদান করেন।

 

জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান জানান, রাঙামাটিতে কিছু কর্তৃপক্ষ নিয়মনীতি না মেনে যত্রতত্র জায়গায় লিজ দেয়ায় এবং লোকজন বিল্ডিং কোট না মেনে ঘর বাড়ি তৈরী করার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। অচিরেই রাঙামাটি শহরের অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করে তার উচ্ছেদের ব্যবস্থা করা হবে।

 

উল্লেখ্য, গেল বৃস্পতিবার বিকেলে শহরে কলেজ গেইট এলাকায় একটি বসতঘরের উপর পাহাড় ধ্বসে দেয়াল চাপা পড়ে বসত ঘরের মালিক শামসুল আলম, নির্মাণ শ্রমিক কালু মালাকার ও মোম্মদ হানিফ নিহত হয়। এসময় মোঃ ফারুখ নামের একজন শ্রমিককে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত