রাঙামাটিতে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবসে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

Published: 17 Mar 2017   Friday   

যথাযোগ্য মর্যাদায় শুক্রবার রাঙামাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

 

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায়জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার,পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ। আলোচনা সভা শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হয়।

 

এর আগে একটি আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ। এতে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

অপরদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।  জেনারেল হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. সহিদ তালুকদার। বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবরিনা সুলতানা,সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মংক্যচিং মারমা সাগর, গৌরব দেওয়ান, বিনোদ শেখর চাকমা, ডাঃ নিহার নন্দী এবং নার্সদের পক্ষে অর্চনা চক্রবর্তী প্রমুখ।

 

এছাড়া দিবসটি উপলক্ষে মসজিদ,মন্দির গীর্জা ও বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শহরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকান্ডের উপর এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত