পিসিপি`র তিন নেতার মু্ক্তির দাবিতে রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ

Published: 18 Mar 2017   Saturday   

সাজেকে তিন পিসিপি নেতাকে গ্রেফতারেরর প্রতিবাদে ও মুক্তির দাবিতে শনিবার রাঙামাটির কতুকছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

পিসিপি’র রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপ্লব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বড় মহাপুড়ুম স্কুল গেইটের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি’র জেলা শাখার সহসভাপতি নিকন চাকমা। বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) রাঙ্গামাটি জেলা কমিটির আহব্বায়ক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) কেন্দ্রীয় সদস্য মন্টি চাকমা প্রমূখ। সংগঠনের অর্থ সম্পাদক জয়ন্ত চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কংচাই মারমা।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিলটি কুদুকছড়ি বড় মহাপুড়ুম স্কুল গেইট থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল গেইটে  গিয়ে শেষ হয়।

 

সমাবেশে বক্তারা বলেন, গেল ১৪ মার্চ দিবাগত রাত ১ টায় আইন-শৃংখলা বাহিনী পিসিপি’র জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রিপন আলো চাকমাসহ তিন ছাত্র নেতাকে গ্রেফতার করে এবং চাদাবাজি সহ মিথ্যা মামলা দায়ের  করা হয়।

 

বক্তারা গ্রেফতারকৃত পিসিপি’র তিন নেতার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত