রাঙামাটিতে জঙ্গী সন্দেহে ৬জন আটকঃ জিহাদী বই উদ্ধার

Published: 20 Mar 2017   Monday   

ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে রাঙামাটি শহরের ডিসি বাংলো সংলগ্ন পার্ক এলাকা থেকে জঙ্গী সন্দেহে ডিবি পুলিশ ৬জনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে জেহাদি বই উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ গেল রোববার রাতে আটক করলেও সোমবার আটককৃতদের নিয়ে প্রেস ব্রিফিং করে।


ডিবি পুলিশের সূত্রে জানায়, গেল রোববার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযান চালিয়ে রাঙামাটি শহরের ডিসি বাংলো সংলগ্ন পার্ক এলাকা থেকে গোপণে বৈঠক করার সময় জঙ্গী সন্দেহে ৬জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে কিছু জেহাদি বই উদ্ধার করা হয়। আটককৃতরা হল, হারুনুর রশীদ(৩০) পিতা-আব্দুল গওফুর,ইউসুফ বীন সিরাজ(৩২) পিতা-সিরাজুল ইসলাম, মনজুরুল আলম(১৯) পিতা-খোরশেদ আলম, মোস্তফা কামাল(১৯) পিতা-আব্দুল হক, সাখাওয়াত হোসেন(১৬) পিতা জামাল উদ্দীন ও ইরফানুল হক(১৭) পিতা- কাজী এনামুল হক। আটককৃতদের মধ্যে হারুনুর রশীদ,ইউসুফ বীন সিরাজ ও মনজুরুল আলমের রাঙামাটি জেলা বাইরে বাসিন্দা। বর্তমানে আটককৃতদের রাঙামাটি কতোয়ালী থানা হাজতে রাখা হয়েছে।


পুলিশ আরো জানায়, আটক হারুনুর রশীদ কারমাইকেল কলেজের এক সময় ছাত্র শিবিরের সভাপতি ছিল এবং রংপুর থানায় তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ২০১৩ সালের পীরগাজা থানায় পুলিশ হত্যা মামলার চার্জশীটভূক্ত একজন আসামী বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।


রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোহাম্মদ সাফিউল সারোয়ার সত্যতা স্বীকার করে জানান, সারাদেশে পর পর নাকশকতা হামলা বিশেষ করে কুমিল্লার ময়নামতিতে, ঢকায় র‌্যাবের ৩-এ এবং খিলগাঁও-তে ঘটনা ঘটেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সর্তক রয়েছে এবং বিভিন্ন জায়াগায় অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে রোববার রাতে অতি গোপণ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শহরের ডিসি বাংলো সংলগ্ন পার্ক এলাকায় অভিযান চালায়।

 

এসময় জঙ্গী সন্দেহে ৬ জনকে আটক করে এবং তাদের কাছ থেকে কিছু  জেহাদি বইসহ আটক করে। আটককৃতরা নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। আটককৃতদের ব্যাপারে বিস্তারিত তথ্য যাছাই-বাছাইয়ের পর তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই অতিরিক্ত পুলিশ সুপার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত