পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে-সন্তু লারমা

Published: 20 Mar 2017   Monday   

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সতিমির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু লারমা) অভিযোগ করে বলেছেন পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের নামে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। রাঙামাটিতে গণবিরোধী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় পায়তারা চলছে। আমরা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যাপারে একাধিকবার কথা বলেছি। 

 

যেন আগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা যথাযথ করা হয়। পার্বত্য অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নানা দুর্নীতি ও অসংগঠি রয়েছে। টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগের কারণে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মূখ থুবড়ে পড়েছে।

 

তিনি আেেরা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে শিক্ষাব্যবস্থা গণমূখী হতে পারছে না। এখানকার অসহায় গরিব মানুষের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। বিশেষ শাসন ব্যবস্থা চলমান থাকায় শিক্ষাকে দুর্নীতিগ্রস্তে পরিণত হয়েছে। জনগণের স্বার্থকে জ্বলাঞ্জলী দিয়ে এখানে শিক্ষা উন্নতি হতে পারে না।


সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে শিজক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে লারমা সন্তুএসব কথা বলেন।


বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নে শিজক কলেজ মাঠে বিদায় সংর্বধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, শিজকমূখ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমা, সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার কান্তি চাকমা, শিজক কলেজে শিক্ষক মিজানুর রহমান ও শিজক কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর চাকমা প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা প্রমূখ। অনুষ্ঠান সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।


সন্তু লারমা তার বক্তব্যে আরো বলেন, শাসকগোষ্ঠীর ইন্ধনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন পাস করা হচ্ছে না। আঞ্চলিক পরিষদ এখনো তার দায়িত্ব ক্ষমতা নিয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি। ফলে পরিষদ এখন কঠিন এক বস্তবতায় মূখোমূখি রয়েছে। শত ইচ্ছা থাকার শর্তেও পার্বত্য অঞ্চলে সামগ্রীক জীবনধারা নিয়ে ভূমিকা রাখতে পারছে না।

 

তিনি আরও বলেন, আমরা আশা করেছিলাম পার্বত্য চুক্তি বাস্তবায়িত হবে। সেই বাস্তবায়নের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙালি স্থায়ী বাসিন্দরা জীবনকে গড়ে তুলার সুযোগ পাবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত