পানছড়িতে বিদ্যুতের সাবস্টেশন উদ্বোধন বিদ্যুতের আওতায় দুধূকছড়াবাসী

Published: 20 Mar 2017   Monday   

খাগড়াছড়ির পানছড়িতে বিদ্যুতের সাবস্টেশনসহ পানছড়ি-দুধুকছড়ায় বিদ্যুতের লাইন উদ্বোধন করা হয়েছে।


গেল রোববার দুপুরে উপজেলার কানুংগো পাড়া এলাকায় নবনির্মিত ৩৩/১১ কেভি বিদ্যুতের নবনির্মিত সাবস্টেশনটি উদ্বোধন করেন খাগড়াছড়ির ২৯৮নং আসনের সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় সউপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, আশুতোষ চাকমা, খাগড়াছড়ি বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, ইউপি চেয়ারম্যান, প্রত্যুত্তর চাকমা, বিজয় চাকমা, কালাচাদ চাকমা।


পার্বত্য চট্টগ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের(২য় পর্ষায়) প্রায় ছোঁয়া কোটি টাকা ব্যায়ে সাবস্টেশনসহ পানছড়ি-দুধুকছড়া এলাকায় বিদ্যুতের লাইন টানা হয়। এর ফলে উপজেলার ১নং লোগাং ইউনিয়ন, ২নং চেংগী ইউনিয়ন ও পানছড়ি সদর ইউনিয়নের প্রায় ১০ সহ¯্রাধিক পরিবার বিদ্যুতের আওতায় আসল।পর্ণ হলো দুধুকছড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। বাস্তবায়িত হলো পার্বত্য চুক্তির বাস্তবায়নের একটি অংশসহ বিদ্যুতায়নের ঘোষণাও।


সাবস্টেশন উদ্বোধনের পর উপজেলা সদর থেকে ১৪কিলোমিটার দরে দুর্গম দুধুকছড়া বাজার এলাকায় ৪টা সময় সুইচ টিপে বিদ্যুত সংযোগ চালু করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা সভাপিতিত্বে ও চেংগী ইউপির সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও পানছড়ি ১নং লোগাং ইউপির ২বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান সতীশ চন্দ্র চাকমা, সদস্য আইনজীবি আশুতোষ চাকমা, খাগড়াছড়ির বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর, লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত