খাগড়াছড়িতে জঙ্গীবাদ বিরোধী প্রচারনাসহ জন সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা

Published: 21 Mar 2017   Tuesday   

খাগড়াছড়িতে জঙ্গীবাদ বিরোধী প্রচারনাসহ জন সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা-২০১৭ উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালায় খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক একেএম শাহরিয়ার রেজার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের আহ্বায়ক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা,যুব উন্নয়ন অধিদপ্তরের ঢাকা অফিসের বাস্তবায়ন,মনিটরিং ও যুব সংগঠনের উপ-পরিচালক  ফরহাত নুর,চট্টগ্রামের উপ-পরিচালক মোকলেসুর রহমানসহ যুব উন্নয়নের কর্মকতা কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন বাংলাদেশে যে সমস্ত জঙ্গী হামলা হচ্ছে তা কোন বিদেশী জঙ্গী গোষ্ঠির হামলা নয়। দেশের স্বাধীনতা বিরোধীরা এ হামলা  চালাচ্ছে। যারা ১৯৭১ সালে  স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছিলো। তারা ধর্মের দোহাই দিয়ে জঙ্গী হামলা চালাচ্ছে। জঙ্গীরা যতই শক্তিশালি হোক তারা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত