কল্পনা চাকমার চিহিৃত অপহরণকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী হিলউইমেন্স ফেডারেশনসহ ৫নারী সংগঠনের

Published: 22 Mar 2017   Wednesday   

শুনানী পেছানোর নামে কল্পনা চাকমা অপহরণে জড়িত চিহ্নিত অপরাধীদের রক্ষার প্রচেষ্টা জনগণ মানবে না বলে দাবী করেছে হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘসহ ৫ নারী সংগঠন। নেতৃবৃন্দ চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রাখবে বলেও ঘোষনা প্রদান করেছেন। 

 

বুধবার হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নীতি শোভা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে  এ কথা  বলা হয়েছে।

 

 

বিবৃতিতে শুনানীর নামে বার বার কালক্ষেপন করে কল্পনা চাকমার পরিবারকে হয়রানি করা হচ্ছে অভিযোগ করে বলা হয়, শুনানী পেছানোর নামে চিহ্নিত অপরাধীদের রক্ষার প্রচেষ্টা জনগণ মানবে না। হিল উইমেন্স ফেডারেশনসহ ৫নারী সংগঠন চিহ্নিত অপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে। বিবৃতিতে অবিলম্বে চিহ্নিত অপহরণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বিবৃতিকারী সংগঠনগুলো হল হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ,নারী আত্মরক্ষা কমিটি, সাজেক নারী সমাজ ও ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত