লামা থেকে অবৈধভাবে পাথর পাচারকালে পাথর বোঝাই ৪টি ট্রাকসহ আটক ২

Published: 23 Mar 2017   Thursday   

লামা থেকে রাতের আধারে অবৈধভাবে পাথর পাচারকালে ৮শত ফুট পাথরসহ চারটি ট্রাক ও দুই পাচারকারীকে আটক করেছে বান্দরবান ডিবি পুলিশ। বুধবার রাত ৮টার সময় উপজেলার কবিরার দোকান নামক স্থান থেকে পাথর বোঝাই ট্রাকগুলো আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে খনিজসম্পদ আইনের ৫ ধারায় ১২জনের বিরুদ্ধে লামা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আটককৃতরা হলেন,মোঃইউনুস(২৫) পিতা- সাহাব উদ্দিন সাং-তরচ ঘাট চকরিয়া,আব্দুল জলিল(৪৫) পিতা-আইয়ুব খাঁ, সাং- পুকুরি, ভেন্ডি বাজার চকরিয়া।

 

ডিবি পুলিশ বান্দরবান সূত্রে জানা গেছে, বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুল এলাকা থেকে অবৈধভাবেপাথর বোঝাই ১০টি ট্রাক গাড়ি পাচার করা হবে গোপণ সংবাদের মাধ্যমে খবর পেয়ে উক্ত এলাকায় অভিযান চালানো হয়। বান্দরবান ডিবিপুলিশের এসআই মোঃ মোত্তালিবসরকারের নেতৃত্বে সন্ধ্যা থেকে অভিযান চালিয়ে রাত ৮টার সময় উপজেলার কবিরার দোকান নামক স্থান থেকে পাথরসহ ৪টি ট্রাকসহ ২জনকে আটক করা হয়। পাথর পাচারকারীরা অভিযানের টের পেয়ে বাকি ৬ট্রাক পাথর বোঝাই গাড়ি চোরাই পথ দিয়ে পাচার করে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে খনিজ সম্পদ আইনের ৫ ধারায় ১২জনের বিরুদ্ধে লামা থানায় মামলা করা হয়েছে। লামা থানার মামলা নং-৮/তারিখ- ২২.৩.২০১৭ইং।

 

অভিযানকারী কর্মকর্তা মোত্তালিব সরকার জানান,অভিযানে ৪টি  ট্রাকে আটশত ফুট পাথর বোঝাই গাড়িসহ ২জনকে আটক করে খনিজ সম্পদ আইনে ১২ জন পাথর পাচারকারীদের বিরুদ্ধে লামা থানায় মামলা দায়ের  করেছি। ২শত ফুট পাথর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

 

এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বান্দরবান ডিবি পুলিশের অভিযানে আটক ৮শত ফুট পাথরসহ ৪টি ট্রাক ও আটককৃত ২জনের বিরুদ্ধে লামা থানায় মামলা রুজু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত