রাঙামাটিতে ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্রের নব নির্মিত বেইন ঘরের উদ্ধোধন

Published: 24 Mar 2017   Friday   

শুক্রবার রাঙামাটির ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্রের নব নির্মিত বেইন ঘরের উদ্ধোধন করা হয়েছে।

 

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। আওয়ামীলীগ রাজনীতি করে জনগনের কল্যান ও দেশের উন্নয়নের জন্য। তিনি  ভেদাভেদ ভুলে সকল বাঁধা বিপত্তিকে কাটিয়ে দেশ উন্নয়নে আমাদের সকলকে একসাথে কাজ করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নেওয়ার আহ্বান।

 

উদ্ধোধনী অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভায়  সভাপতিত্ব করেন ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু ভান্তের। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য সাধন মনি চাকমা, ৩নং সাপছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা, ৪নং ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগদীশ চাকমা, ৪নং কুতুবছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা শুক্র কুমার চাকমা, সভাপতি দিপন দেওয়ান, সাধারণ সম্পাদক আশুতোষ চাকমা। ধর্মীয় সভার শুরুতে ধর্মীয় সংগীত, পঞ্চশীল পাঠ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, বেইন ঘর উৎসর্গ ও হাজার বাতি দান করা হয়।

 

এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে  ১কোটি ৮০লক্ষ টাকা ব্যয়ে ফুরমোন আন্তর্জাতিক ধ্যান ভাবনা কেন্দ্রে নব নির্মিত বেইন ঘরের উদ্ধোধন করেন  সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার আরো বলেন, দেশের মানুষ যাতে সঠিকভাবে ধর্মীয় চর্চা ও শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে এ সরকার ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করে দিচ্ছে। কিন্তু একটি মহল ধর্মীয় অনুভুতিকে কাজে লাগিয়ে দেশে মানুষ হত্যা ও জঙ্গী কার্যক্রম চালাচ্ছে। এদের থেকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, দেশের এ উন্নয়নে ধারাবাহিকতা চলমান রাখতে ও দেশকে এগিয়ে নিয়ে যেতে আওয়ামীগ তথা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। 

 

জেলা পরিষদ চেয়ারম্যান  বৃষকেতু চাকমা বলেন, বুদ্ধের নীতিকে অনুসরন করে সমাজ তথা দেশের উন্নয়নে আমাদের সকলকে কাজ করে যেতে হবে। তিনি বলেন, হিংসা, লোভ ত্যাগ করে অন্যের কল্যাণে নিজেকে সম্পৃক্ত কর এই কথাটি সকল ধর্মেই লেখা আছে।  তাই মানব কল্যানে আমাদের সেভাবে কাজ করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত