বাঘাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া ব্যবসায়ীদের ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন

Published: 24 Mar 2017   Friday   

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া ব্যবসায়ীদের ক্ষতিপুরণের দাবীতে শুক্রবার বিক্ষোভ ও মানবন্ধন করেছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের ব্যবসায়ীরা।

 

দুরছড়ি বাজারে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি অমর কান্তি দে। বক্তব্যে রাখেন খেদারমারা ইউপি চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা, মেম্বার মো. মনির হোসেন, ব্যবসায়ী বিল্টু চাকমা, রতন কান্তি দে, মদন মল্লিক প্রমূখ।

 

সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করেন, গেল বছর ২০ অক্টোবর রাঙামাটি জেলার অন্যতম বড় বাজার দুরছড়ি বাজারটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে ২০৯ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

এরমধ্যে ১০৯ জন দোকানদার ছিলেন ভাড়াটিয়া ব্যবসায়ী। এতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হলেও সম্প্রতি সরকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপুরণের উদ্যোগ নিলে ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়া ব্যবসায়ীদের বাদ দিয়ে শুধু  দোকান ঘর মালিকদের নিয়ে ক্ষতিপুরণের তালিকা করা হয়।

 

বক্তারা বলেন, দোকান মালিকদের শুধু স্থাপনা পুড়ে গেছে অন্যদিকে দোকানের ভিতর থাকা সব জিনিসপত্র ব্যবসায়ীদের। বাজারের অধিকাংশ ব্যবসায়ী বাজারে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু এখন ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষতিপুরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের বাদ দিয়ে ক্ষতিপুরণ দেওয়া হলে তারা আন্দোলন করবেন বলেন ব্যবসায়ীরা।

 

উল্লেখ্য,গেল বছর ২০ অক্টোবর দুপুরে রাঙামাটি জেলার অন্যতম বড় বাজার দুরছড়ি বাজাওে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কোন ইউনিট না থাকায় বাজারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।  এতে প্রায় ৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত