মাটিরাঙ্গা ও গুইমারায় পিসিপি’র কাউন্সিল সম্পন্ন

Published: 24 Mar 2017   Friday   

শুক্রবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার ৯ম ও গুইমারা উপজেলা শাখার ৮ম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদগুইমারা উপজেলা শাখার মূখপাত্র সৌরভ ত্রিপুরার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কাউন্সিলে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মাটিরাঙ্গা উপজেলা শাখার বিদায়ী কমিটি’র সভাপতি দিপংকর ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর মাটিরাংগা ও গুইমারা উপজেলার ইউনিটের সমন্বয়ক পণব ত্রিপুরা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক থুইলাপ্রু মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি শুভ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ। সভা সঞ্চালনা করেন কুলিন চাকমা।


এর আগে কাউন্সিল অধিবেশন শুরুতে গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি সম্মান জানিয়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়।


কাউন্সিলে উপস্থিত সবার সম্মতিক্রমে নেপাল ত্রিপুরাকে সভাপতি, প্রদীপ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও রেহেনা চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট মাটিরাঙ্গা উপজেলা কমিটি এবং অভি চাকমাকে সভাপতি, সুশীল ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও মংশেনু মারমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট গুইমারা উপজেলা কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিকে শপথনামা পাঠ করান বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা।


বক্তারা বলেন, অভিযোগ করে বলেন, খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী ইতি চাকমার নির্মম হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে, তদন্ত নামে নানান হয়রানি শিকার হচ্ছে তার পরিবার ও বন্ধু-বান্ধবীর। কিন্তু ইতি চাকমার প্রকৃত হত্যাকারীদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি প্রশাসন।


বক্তারা বলেন, সরকার পাঠ্য পুস্তকে সা¤প্রদায়িক বক্তব্য দিয়ে মৌলবাদকে উস্কে দিচ্ছে। তাই সেসব বিষয়ে ছাত্র সমাজকে সজাগ থাকতে হবে, এবং পিসিপি`র শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আরো কঠোর আন্দোলন করতে হবে।


বক্তারা, নারী নির্যাতন, ভূমি বেদখল ও নিজেদের অস্তিত্ব রক্ষার্থে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে এগিয়ে আসতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত