লংগদুতে ঝড়ো হাওয়ায় নৌকা ডুবিতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু

Published: 25 Mar 2017   Saturday   

রাঙামাটির লংগদু উপজেলার দুর্গম বগাচত্তর ইউনিয়ন এলাকায় শনিবার ঝড়ো হাওয়ায় নৌকা ডুবি ঘটনায় সুফিয়া আক্তার(১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার দুপুরের দিকে রাঙামাটি জেলার উপর দিয়ে হঠাৎ ঝড়ো হওয়া বয়ে যায়। এসময় লঙগদু উপজেলা বগাচত্তর ইউনিয়নের উগলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় থেকে টিফিন ছুটির সময় সুফিয়া আক্তার তার দুই সহপাঠীকে নিয়ে নৌকা চালিয়ে পাশ্ববর্তী মুসলিম  ব্লকের বাড়ী যাচ্ছিল। এতে হঠাৎ ঝড়ো বয়ে আসলে নৌকা উল্টে গিয়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যায় সবাই।

 

তবে দুই সহপাঠী সাতাঁর কেটে কুলে পৌছাতে পারলেও সুফিয়া আক্তার পানিতে তলিয়ে যায়। পরে দুই সহপাঠী বাড়ীতে পৌছার পর ঘটনাটি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

 

অপরদিকে ঝড়ো হাওয়ায় বাঘাইছড়ি উপজেলা থেকে রাঙামাটি শহরে আসা একটি কলা বোঝাই ইঞ্জিনচালিত বোট লংগদু উপজেলার কাট্টতলী বিলের কাপ্তাই হ্রদে পানিতে ডুবে যায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।


লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিুনুল ইসলাম সত্যতা স্বীকার করে জানান, কাপ্তাই হ্রদের পানিতে ডুবে এক স্কুল ছাত্রী মৃত্যূ হয়েছে। তবে মৃত স্কুল শিক্ষার্থীরা অভিভবাবক ও এলাকাবাসীদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত