বাঘাইছড়িতে ঝড়ো-বাতাসে গাছ চাপায় এক শিশুর মৃত্যু: বাড়িঘরে ক্ষয়ক্ষতি

Published: 25 Mar 2017   Saturday   

শনিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নে ঝড়ো-বাতাসে গাছ চাপায় এক শিশুর মৃত্যু ও ব্যাপক বাড়ি-ঘর ক্ষতির খবর পাওয়া গেছে।


স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সোয়া ১২টা দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদাইলুই, তুইছুই ও ব্যাটলিং মৌজায় ঝড়ো-বাতাস বয়ে যায়। এসময় শিয়ালদাইলুই মৌজায় তারুমপাড়া গ্রামে গাছ চাপায় তারুম পাড়া গ্রামের থলেন ত্রিপুরা মেয়ে ববারতি ত্রিপুরা (৮) এক শিশুর মৃত্যু হয়। এসময় শিশুটি ছড়া থেকে বাড়ি ফিরছিল। এছাড়া একই গ্রামে দুই বাড়ি-ঘরে গাছ উপড়ে পড়ে ভেঙে যায়। এসময় বাড়ি ভেতরে থাকা দুই জন্য আহত হন। আহতরা হলেন, রজেন ত্রিপুরা (৫০) ও পেলেন্দ্র ত্রিপুরা (৩৪)। আসলে বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হিরানন্দ ত্রিপুরা জানান, অরুনপাড়া গ্রামের গাছের চাপা পড়ে এক শিশু মারা গেছে। সেই ছড়া থেকে গোসল করে বাড়ি ফেরার পথে বাতাসে গাছ চাপায় ঘটনাস্থলে মারা যায়।


সাজেক ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান ন্যালশন চাকমা জানান,সাজেক ইউনিয়নে দুর্গম তিন মৌজায় ঝড়ো-বাতাসে ব্যাপক ঘরবাড়ি ভেঙে গেছে। দুর্গম এলাকা হওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর সঠিক পরিসংখ্যান করতে পারিনি। তবে এখন পর্যন্ত ১৫- থেকে ২০টি বাড়িঘর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে এক শিশু মৃত্যু ও বেশ কয়েক আহত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত