রাঙামাটি জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা

Published: 27 Mar 2017   Monday   

কাপ্তাই হ্রদের অস্তিত্ব ধরে রাখতে হলে অবশ্যই জাঁক অপসারণ করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

তিনি বলেন, একটা সময় কাপ্তাই হ্রদের যে ঐতিহ্য ছিল তা অপব্যবহারের কারণে বিলীন হয়ে যাচ্ছে। তাই হ্রদ বাঁচাতে এখনি উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে স্থানীয়দের সাথে নিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত সচেতনতা সৃষ্টি করতে হবে। 

 

সোমবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।

 

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, পরিষদের নির্বাহী প্রকৌশলী কাজী আব্দুস সামাদ, বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয়গীরি চাকমা’সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। 

 

জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতি মাসে সমন্বয় সভাটি করা হয় জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে। তাই প্রতি সভায় বিভাগীয় প্রধানদের উপস্থিত থেকে পরামর্শ ও মতামত প্রদানের আহ্বান জানান তিনি।

 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, সারাদেশে উদ্বেগজনক হারে জঙ্গীবাদ ও মাদক সংক্রান্ত ঘটনা বেড়ে গেছে। তাই এ জেলায়ও জঙ্গী ও মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে পুলিশের বিশেষ দল এ বিষয়ে অভিযান অব্যাহত রেখেছে। তাই এসব বিষয়ে কোন তথ্য জানা থাকলে তা জানিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত