থানছিতে আগুনে ৩৪ দোকান ঘর পুড়ে ছাই

Published: 27 Mar 2017   Monday   

বান্দরবানের থানছি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বাজারে আগুনে পুড়ে ৩৪টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসন সূত্র জানিয়েছে। দোকানের পাশে ময়লা আবর্জনা স্তূপ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।  গেল  রোববার রাত এগারটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

 

জানা যায়,গেল রোববার রাত এগারটার দিকে ময়লা আবর্জনা স্তূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। বলিপাড়া বিজিবি ও বাজার এলাকার মাঝখানের রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ জমা ছিল। ময়লা আবর্জনা স্তূপে শুকনো পাতাও ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পথচারীদের কেউ ময়লা স্তূপে সিগারেটের আগুন ফেলেছে। সেখান থেকে আগুন পাশের দোকনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ৩৪টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

 

স্থানীয়দের দাবি আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে চার কোটি টাকা। তবে প্রশাসন দাবি এর ক্ষয়ক্ষতি আনুমানিক দুই কোটি টাকা। আগুনে সিমেন্ট, চাউলের আড়ত, কম্পিউটার ও মোবাইলের দোকান, আদা-হলুদের দোকানসহ বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে তাৎক্ষনিকভাবে সোমবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য ও থানছি আওয়ামী লীগ নেতা চহ্লামং মার্মা নগদ পাঁচ হাজার টাকা করে ক্ষতিগ্রস্থ ৩৪জনকে আর্থিক সহযোগিতা করেছেন।

 

থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পূর্ণবাসন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত