খাগড়াছড়িতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্বের উপর তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা

Published: 28 Mar 2017   Tuesday   

জেলার প্রত্যন্ত এলাকার গ্রামীণ সাধারণ বনের প্রতিনিধিদের জন্য “সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহনের গুরুত্ব”-এর উপর তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার জেলা সদরের জাবারাং টিআরটিসি-তে সম্পন্ন হয়েছে।

 

ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে পরিচালিত ভিসিএফ (ভিলেজ কমন ফরেষ্ট) নেট প্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতি কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে সহায়ক হিসেবে ছিলেন জেন্ডার কনসালটেন্ট টুকু তালুকদার। প্রশিক্ষণে ভিসিএফ (ভিলেজ কমন ফরেষ্ট) এলাকার হেডম্যান, কার্বারী, সুশিল সমাজের প্রতিনিধি ও নারী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৮৯ নং লক্ষীছড়ি মৌজার হেডম্যান জ্ঞানলাল তালুকদার বলেন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যদি নারীদের অংশগ্রহণ নিশ্চিত হয় তাহলে সমাজে যে নারীরা সবক্ষেত্রেই ভূমিকা রাখতে পারে তা এই প্রশিক্ষণের মাধ্যমে উপলদ্ধি করতে পেরেছেন। বেতছড়ি খ্রীস্টান পাড়ার রেন্টি চাকমা বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে সার্বিকভাবে নারীর অবস্থান এবং ভিসিএফ সংরক্ষণে নারীর ভূমিকা সম্পর্কে তার সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তিনি তার এই অভিজ্ঞতা গ্রামের সাধারণ নারী-পুরুষ সবার সাথে আলোচনা করবেন ও বাস্তব ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবেন।

 

উল্লেখ্য, তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিজ শতরূপা চাকমা।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য শতরূপা চাকমা বলেন, শৈশবে একসময় দীঘিনালা উপজেলার কবাখালী মৌজায় একটি গ্রামীণ বন ছিল যা গ্রামবাসী নিজেরা সংরক্ষণ করত। কিন্তু নিজেদের অসচেতনতার কারনে সেগুলো আজ পরিচালনার অভাবে হারিয়ে গেছে। তিনি বলেন, গ্রামবাসীরা যদি নিজের উদ্যোগে বনগুলো সংরক্ষণ করতে চায় তাহলে পার্বত্য জেলা পরিষদ এতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন বলে তিনি আশ্বাস দেন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত