খাগড়াছড়িতে তিন পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

Published: 28 Mar 2017   Tuesday   

মঙ্গলবার পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে খাগড়াছড়ির তিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন খাগড়াছড়ি, মাটিরাঙা ও রামগড় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

 

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মো: জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অংক্য মং মারমা, খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দীলিপ কুমার দাশ, মাটিরাঙা পৌরসভার সচিব অনিল ত্রিপুরা প্রমুখ। বক্তারা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনসহ সকল সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবী জানান।

 

মানববন্ধন কর্মসূচী শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত