রাঙামাটিতে সরকারী চাকুরীতে পাহাড়ী কোটা ও প্রস্তাবিত অধিগ্রহন আইনের উপর কর্মশালা

Published: 28 Mar 2017   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে সরকারী চাকুরীতে পাহাড়ী কোটা ও প্রস্তাবিত অধিগ্রহন আইনের উপর এক কর্মশালার আয়োজন করা হয়।

 

মালেয়া ফাউন্ডেশন সন্মেলন কক্ষে আয়োজিত কর্মশলায় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টর দেবাশীষ রায়। এসময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, পার্বত্য নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান,শিক্ষাবিদ মংসানু চৌধুরী, আদিবাসীফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরকেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আদিবাসী সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করে।

 

কর্মশালায় চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টর দেবাশীষ রায় বিসিএস-সহ সরকারী চাকুরীতে পাহাড়ী কোটা বৃদ্ধি,সরকারী কর্ম কমিশনে পাহাড়ী কোটা আইনের সংশোধন করার সুপারিশ করেন। এছাড়া তিনি সংশোনতব্য ভূমি অধিগ্রহন অর্ডিন্যান্স বিধানাবলী পার্বত্য চট্টগ্রামে প্রয়োগ না করতে এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ,পার্বত্যজেলা পরিষদ ও ১৯৫৮ এর ভূমি অধিগ্রহন রেগুলেশন সংশোধনেরও সুপারিশ করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত