রাঙামাটিতে গরীব মহিলাদের স্বালম্বী করতে সেলাই মেশিন, সূতা ও বেত বিতরণ

Published: 29 Mar 2017   Wednesday   

বুধবার রাঙামাটি সদরের সাপছড়ি,কতুকছড়িসহ কয়েকটি এলাকায় গরীব ও অসহায় মহিলাদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, সূতা ও বেত বিতরণ করা হয়েছে।


রাঙামাটি সদর উপজেলা মিলনায়তনে ২০১৬-১৭ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ও সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীতা চাকমার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ সোলেয়মান।


অনুষ্ঠানে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি,কতুকছড়ি ও বন্দুভাঙ্গা এলাকার ১৬ জন মহিলাকে সেলাই মেশিন এবং ৬২ জন মহিলাকে সূতা ও বেত বিতরণ করা হয়।


প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা এ প্রকল্পের মাধ্যমে আজকে যাদেও সেলাই মেশিন, সূতা ও বেত দেওয়া হয়েছে তারা যেন নিজেরাই স্বাবলম্বী হতে পারেন তার আশা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত