বান্দরবানে অস্ত্রসহ গ্রেফতার ৩ সন্ত্রাসী

Published: 29 Mar 2017   Wednesday   

বান্দরবানে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গেল মঙ্গলবার রাতে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বুধবার আদালতে হাজির করা হয়েছে।


পুলিশ জানায়, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নেতৃত্বে গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালায়। ভাগ্যকুলের শামসুর রহমানের মাছের প্রজেক্টের বড়ঝিড়ির কাছে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির শব্দে এলাকার লোকজন ঘর থেকে বের হয়ে আসে। পওে স্থানীয়দের সহযোগিতায় তিন সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হল, রিটু চাকমা (৩৪), পিতা-নিহার বিন্দু চাকমা, অমল চাকমা (২৯), পিতা-বাশিয়া চাকমা। তাদের বাড়ি রাঙামাটি জেলার বরকল উপজেলায়। শান্তি চাকমা (২৮), পিতা মৃত-সুভাষ চাকমা। তার বাড়ি বান্দরবানের সদর উপজেলা টংকাকতী ইউনিয়নে। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, আট রাউন্ড গুলি, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। তাদের বুধবার আদালতে হাজির করা হয়েছে।


এদিকে, বুধবার পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সাংবাদিকদের জানান, পার্বত্য জেলায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে এলাকায় জঙ্গী, সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে সবসময় কাজ করে যাচ্ছে পুলিশ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত