পানছড়িতে ইতি-তনু-তুই ম্রাচিং হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

Published: 29 Mar 2017   Wednesday   

খাগড়াছড়ি সরকারি কলেজের মেধাবী ছাত্রী ইতি চাকমাসহ তনু-থুই ম্রাচিং ও সীতা চাকমার খুনীদেও আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসবর্জন, কালো ব্যাজধারণ, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থিত  পাঁচ নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, সাজেক নারী সমাজ, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধক কমিটি ও নারী আত্মরক্ষা কমিটি‘র উদ্যোগে সকাল ১০টা  থেকে  ১১টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়।

 

এর মধ্যে শিক্ষার্থীরা এক ঘন্টা ক্লাস বর্জন করে, ব্যানার ও প্লাকার্ড হাতে স্ব স্ব স্কুল কলেজের মাঠে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে থেকে ইতি চাকমার হত্যা, তনু-থুই¤্রাচিং ও সবিতা চাকমা খুনীদের অবিলম্বে গ্রেপ্তার, কল্পনা চাকমা অপহরণকারীদের গ্রেপ্তারপুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

 

বক্তারা এ সময় ১১দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান। দাবীগুলো হল অবিলম্বে ইতি চাকমার খুনিদেও আটক ও সাজা প্রদানপূর্বক তনু-থুইম্রাচিং সবিতা চাকমাসহ বিভিন্ন সময় খুন ধর্ষণের অপরাধীদেও বিরুদ্ধে কঠোর পদক্ষেপ,রাঙামাটি ভকেশনাল ট্রেক্রটাইল ইন্সটিটিউটের প্রিন্সিপালের অপসারণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বে-সরকারী সংস্থ’ায় নিয়োজিত লম্পট চরিত্রের শিক্ষক-কর্মকর্তা-জওয়ানদের চিহ্নিত করে শাস্তি,ছাত্রী উত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষে,শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতে নারীছাত্রীদে জরন্য উপযোগী টয়লেট বন্দোবস্তো,স্কুল কলেজগামী শিক্ষার্থীদের কাছ থেকে বাস ভাড়া অর্ধেক প্রদানের আইন করা,ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদেও নাম ও ফোন নাম্বার প্রদর্শন বাধ্যতামূলক করা,পার্বত্য চট্রগ্রামের স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠাান সমূহে গালর্স গাইড, বয়স্কাউট, রোভার স্কাউড শিক্ষা চালু,বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বির্তক প্রতিযোগীতা ও শিক্ষা সফরের ব্যবস্থা,শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংসদ চালু,পার্বত্য চট্টগ্রামে সভা-সমাবেশের অধিকার নিশ্চিত করাসহ অন্যায়ভাবে ধরপাকড়, হয়রানি ও অহেতুক তল্লাশীবন্ধ এবং পাঠ্যপুস্তকে ভুল ও সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত অংশ বাদ দিয়ে শিক্ষার্থীদেও মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার শিক্ষা দিতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত