খাগড়াছড়িতে সমাজকর্মী প্রদীপ দে স্মরণে নাগরিক শোকসভা

Published: 29 Mar 2017   Wednesday   

অকালে প্রয়াত সমাজকর্মী প্রদীপ দে’র স্মরণে বুধবার খাগড়াছড়িতে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের কলেজ রোডস্থ অবসর ভবনে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ-জেলা শাখার সভাপতি ও খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিস্বত্ত দেওয়ান। 

 

সভায় প্রদীপ দে’র জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-জেলা কমিটির সভাপতি অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য বিনোদ বিহারী চাকমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়sয়া এবং সমাজকর্মী প্রবৃত্তি কুমার চাকমা।

 

সভার শুরুতে প্রয়াত প্রদীপ দে’র আত্মার সদগতি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।সভায় বক্তারা প্রয়াত প্রদীপ দে’র সংগ্রামমুখর শিক্ষা জীবন, শিক্ষা জীবন থেকে অব্যাহত সমাজ অনুরাগ, বিনয় ও বন্ধুবৎসলতার কথা স্মরণ করেন।

 

উল্লেখ্য, গেল ৯মার্চ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৩ বছর বয়সে পরলোক গমন করেন। জীবদ্দশায় তিনি মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান সহকারী ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন শান্তিনগর গীতাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনে সক্রিয় নেতৃত্বে যুক্ত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত