খাগড়াছড়িতে ইতি চাকমার হত্যাকারীদের বিচারের দাবীতে বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

Published: 30 Mar 2017   Thursday   

খাগড়াছড়ি সরকারী কলেজের ছাত্র ইতি চাকমা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।


খাগড়াছড়ি সরকারী কলেজের মেধাবী ছাত্রী ইতি চাকমার প্রকৃত হত্যাকারীদের বিচারের দাবীতে বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সরকারি কলেজের প্রধান গেইটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখারনেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ সভাপতি মো: মাঈন উদ্দীনজেলা সাধারন সম্পাদক এস এম মাসুম রানা জেলা সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা কামাল।


সমাবেশে বক্তারা বলেন, আজ পাহাড়ে উপজাতি-বাঙালি নারীরা যেমন নিরাপদ নয় তেমনী সমতলে ও কিছু দুষ্কৃতিকারীর অসৎ মানসিকতার কাছে প্রতিনিয়ত লাঞ্চিত হচ্ছে মা বোনেরা।


বক্তারা মেধাবী ছাত্রী ইতি চাকমার প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও মানিকছড়ি আমেনা বেগম গনধর্ষণকারীদের বিচারসহ সকল ধর্ষন ও নারী নির্যাতনের বিচারের দাবী জানান।



উল্লেখ্য গেল ২৭ ফেব্রুয়ারী খাগড়াছড়ি সদর এলাকারর আরামবাগে তার ভগ্নিপতির ভাড়া বাসায় ইতি চাকমাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত