রাঙামাটিতে বিস্ফোরকসহ আটক ২

Published: 31 Mar 2017   Friday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারাণগিরি এলাকায় বিস্ফোরকসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন থোয়াই সুইনু মারমা(৪৩)  ও ক্যাহিং হ্লা মারমা(২২)।

 

শুক্রবার রাঙামাটি রিজিয়নের সদর দপ্তরে মিডিয়া কর্মীদের সামনে এসব উদ্ধারকৃত বিস্ফোরক ও আটককৃতদের হাজির করে যৌথবাহিনী।

 

যৌথ বাহিনী সূত্রে  জানা যায়,গোপণ সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালের দিকে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের নারাণগিরি এলাকায় সুইনু মারমার বাসায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় যৌথবাহিনীর সদস্যরা তার বাসা থেকে  বিস্ফোরক দ্রব্য ভরানো ৪টি টিউব উদ্ধার করে। একই সময়ে থোয়াই সুইনু মারমা  ও তার ছেলে ক্যাহিং হ্লা মারমাকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। বিকালে উদ্ধারকৃত বিস্ফোরক ও আটককৃতদের কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

যৌথ বাহিনীর পক্ষ থেকে দাবী করেছে, আটক  থোয়াই সুইনু মারমা ২নং  রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি। অরপদিকে ক্যাহিং হ্লা মারমা পাহাড়ী ছাত্র পরিষদের কাপ্তাই থানা শাখার সভাপতি।

 

সূত্র আরো জানায়,উদ্ধারকৃত এসব বিস্ফোরক যে জনসমাগম স্থলে বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টিসহ হতাহতের ঘটনানো সম্ভব। কাপ্তাইয়ে আরো এ ধরনের আরো দেড়শ থেকে ২শ বিস্ফোরক রয়েছে বলে যৌথবাহিনীর ধারনা। তবে যৌথবাহিনীর পক্ষ থেকে এসব বিস্ফোরক  উদ্ধার ও দৃস্কৃতকারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত