নাইক্ষ্যংছড়িতে পুলিশ কনস্টেবলের আত্বহত্যা

Published: 31 Mar 2017   Friday   

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম ইউনিয়নের পুলিশ ফাঁড়িতে নিজ বন্দুকের গুলিতে আত্বহত্যা করেছে এক পুলিশ কনস্টেবল। শুক্রবার সকালে পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়েছে।

 

ঘুনধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সুব্রত বড়–য়া জানান, শুক্রবার সকালে ঘটনা শুনার পর পুলিশ ফাঁড়িতে যান। সেখানে পুলিশ কনস্টেবলের মাথা থেক মগজ বের হওয়ার দৃশ্য দেখেন।

 

নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার মুনির হোসেন জানান, সকাল দশটার দিকে পুলিশ কনস্টেবল তুষার কান্তি দে (২৪) তাঁর নিজ বন্দুকের গুলিতে ঘুনধুম পুলিশ ফাঁড়িতে আত্বহত্যার চেষ্টা করেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায়। কি কারণে আত্বহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কিংবা প্রেমের কারণে হতে পারে এই ঘটনা। সে নিজের মাথায় নিজ বন্দুক দিয়ে গুলি চালায়। মাথায় গুলি লাগার পরপরই কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু ঘটে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত