বান্দরবানে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু গাছ চাপায় নিহত ২

Published: 31 Mar 2017   Friday   

বান্দরবান জেলা শহরের সাঙ্গু নদীতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। শুক্রবার সকালে সাঙ্গু নদীতে সাতাঁর কাটার সময় সে নিখোঁজ হয়। ডুবুরী দল চেষ্টা চালিয়ে তাঁর মৃতদেহ বিকেলে উদ্ধার করেছে।

 

অন্যদিকে থানছি উপজেলায় গাছের ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ল শুক্রবার সকালে তিন্দু ইউনিয়নের বোডিং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় শহরের নিকটবর্তী ভরাখালীর সাঙ্গু নদীতে বন্ধুদের নিয়ে সাঁতার কাটতে যায় জয় চাক (১৬)। সে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের দশম শ্রেণির ছাত্র। সে সাঁতার কাটতে গিয়ে সাঙ্গু নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে ডুবুরী দল নিয়ে আসা হয়। বিকেলের দিকে তাঁর মৃতদেহ একই স্থান থেকে ডুবুরীরা উদ্ধার করে। তাঁর মৃতদেহ উদ্ধারের পর সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

সদর থানা ওসি রফিক উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সকালে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে দশম শ্রেণির ছাত্র জয় চাক সাঙ্গু নদীর পানিতে ডুবে নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।

 

এদিকে শুক্রবার সকালে থানছি উপজেলার তিন্দু ইউনিয়নের বোডিং পাড়া এলাকায় গাছ বহনকারী একটি ট্রাক উল্টে যায়। এতে গাছের চাপায় দুই শ্রমিক নিহত ও তিন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত একজনের নাম মো: মুজিবুর (৩৮), অন্যজনের নাম পাওয়া যায়নি। আহতদের জেলা সদর হাসপাতালে ভতি করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত