খাগড়াছড়িতে ক্যজই মারমার ২১তম মৃত্যূ বার্ষিকী পালন

Published: 31 Mar 2017   Friday   

শুক্রবার খাগড়াছড়িতে শহীদ ক্যজই মারমার ২১তম  মৃত্যূ বার্ষিকী পালন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

 

খাগড়াছড়ি জেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদ দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,অস্থায়ী স্মৃতিস্তম্ভে স্মরণ সভায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি’র সহ-সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসীম চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জীবন চাকমা এবং সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মারমার স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ক্যপ্রু মারমা প্রমূখ। সঞ্চালনা করেন পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা।স্মরণ সভা শুরুতে সকল শহীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


এর আগে খাগড়াছড়ি সদর এলাকায় ক্যজই মারমার অস্থায়ী স্মৃতিস্তম্ভে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম ও শহীদ ক্যজয় মারমার পরিবারের পুষ্প স্তবক অর্পণ করেন।


স্মরণ সভায় বক্তারা বলেন, ক্যজই মারমার আত্মবলিদান পার্বত্য চট্টগ্রাম ইতিহাসের এক চির স্মরণীয় দিন। ঘাতকরা নির্মমভাবে তার আত্মাকে হত্যা করেছে কিন্তু তার চেতনাকে হত্যা করতে পারিনি। তার চেতনার উজ্জীবীত হয়ে বর্তমানে হাজারো উত্তরসূরি জন্ম নিয়েছে পার্বত্য চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠার জন্য।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত