বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু এবং বিহু উপলক্ষে প্রস্তুতি সভা

Published: 02 Apr 2017   Sunday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু এবং বিহু উদযাপন উপলক্ষে রোববার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

সভায় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, পরিষদের সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, অংসুইপ্রু চৌধুরী, সাধনমনি চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মনোয়ারা জাহান আক্তার, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইন্সটিটিউ, জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃগোষ্টীদের সবচেয়ে বড় সামাজিক উৎসব উপলক্ষে র‌্যালি এবং র‌্যালিউত্তর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের লক্ষ্যে রবিবার (০২এপ্রিল) সকালে পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় ৬এপ্রিল বিকাল ৪টায় রঙঙ্গামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্টীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট পর্যন্ত র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের করার সিদ্ধান্ত গৃহীত হ। এছাড়া রাঙামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্টী ও অন্যান্য সকল সম্প্রদায়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয় ও অংশগ্রহণে এ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত