খাগড়াছড়ি জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

Published: 02 Apr 2017   Sunday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়  থেকে অনুমোদনকৃত ২০১৬-১৭ অর্থ বছরের মোট ১৮৮ গ্রুপ উন্নয়ন কাজের মধ্যে ৮৭ গ্রুপ উন্নয়নমূলক কাজ খাগড়াছড়ি জেলা পরিষদ বিনা নোটিশে দুর্নীতির মাধ্যমে টেন্ডার ছাড়া নিজস্ব ঠিকাদারদের মধ্যে বণ্টনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতি।


রোববার খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব ভবনে  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক আব্দুল মোবিন, যুগ্ন আহ্বায়ক তাজুল ইসলাম বাদল, সদস্য সচিব দিদারুল আলম, সদস্য হোছেন আহম্মদ চৌধুরী, ফিরোজ আহম্মদ, উপদেষ্টা মো. মোজাহার আলী।



লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের সিংহভাগ জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে বিধায় এ অঞ্চলের অধিকাংশ ঠিকাদার জেলা পরিষদের এ সকল উন্নয়নমূলক কাজের উপর নির্ভশীল।



সংবাদ সন্মেলনে দাবী করা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও টেন্ডার কমিটির আহ্বায়ক জেলা পরিষদ সদস্য মংশিপ্রু চৌধুরী অপুর দৌরাত্ম্যে সাধারণ ঠিকাদারগণ দীর্ঘদিন ধরে জেলা পরিষদের কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারছে না। এ সুযোগে সব ধরনের উন্নয়নমূলক কর্মকান্ডে লুটপাট করে অর্থ আত্মসাৎ করছে উল্লেখ করেন।



সংবাদ সন্মেলনে অভিযোগ করা হয়, চলমান ২০১৬-১৭ অর্থ বছরে ১৮৮ গ্রুপ উন্নয়ন কাজের মধ্যে ১০১ গ্রুপ কাজের টেন্ডার প্রক্রিয়ায় আনলেও বাকি ৮৭ গ্রুপের কাজ যার প্রাক্কলীত মূল্য প্রায় ১৫ কোটি টাকা। ওই কাজগুলো টেন্ডারে না এনে গোপনে নিজেদের মধ্যে নিয়ম বহির্ভূতভাবে বণ্টন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত