রাঙামাটিতে জাকের সান্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

Published: 04 Apr 2017   Tuesday   

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বিঝু-চাংক্রান-বিহু  সামনে রেখে মঙ্গলবার রাঙামাটিতে জাক সান্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা ,িল্পকলা একাডেমী মিলনায়তনে জুম ঈসথেটিকস কাউন্সিলের(জাক) উদ্যোগে অনুষ্ঠানে উদ্ধোধক ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। সন্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মংসানু চৌধুরী। জাকের সভাপতি শিশির চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সুনীল কান্তি দে, সংগীত শিল্পী রনজিত দেওয়ান ও সংস্কৃতি ব্যক্তিত্ব সাথোয়াই মারমা।

 

অনুষ্ঠানে বিশিষ্ট আদিবাসী সংগীত শিল্পী রনজিত দেওয়ান ও সংস্কৃতি ব্যক্তিত্ব সাথোয়াই মারমাকে সন্মাননা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জাক শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সংস্কৃতিকে ঠিকিয়ে রাখতে হলে আদিবাসী সংস্কৃতির মূল্যবোধ,স্বকীয়তাকে জাগ্রত করতে হবে। পাশাপাশি তরুন প্রজন্মকে এ সংস্কৃতির সাথে সম্পৃক্ত করতে হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত