রাঙামাটিতে প্রেস ক্লাবের সভাপতির ছেলে মাহিনের ওপর হামলাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

Published: 05 Apr 2017   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম অনলাইন ব্লাড ব্যাংকের স্কুল বিষয়ক সম্পাদক আতাহার মাসুম মাহিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

রাঙামাটি পৌরসভা চত্ত্বওে স্থানীয় সাংবাদিক, যুব ও ছাত্র সমাজের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, এসএম শামসুল আলম, বর্তমান সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাংবাদিক শান্তিময় চাকমা ও যুব-ছাত্র সমাজের পক্ষে সাইফুল প্রমুখ।

 

সমাবেশে বক্তারা মাহিনের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী বিনা-উস্কানিতে অতর্কিত হামলা চালিয়ে নিরপরাধ স্কুলছাত্র আতাহার মাসুম মাহিনকে গুরুতর আহত করে। এ ধরনের নির্মম ও পৈশাচিক হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী। যা মানবাধিকার পরিপন্থী জঘন্য অপরাধ। এটা কখনও সহ্য করা যাবে না। অচিরেই অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

 

উল্লেখ্য, গেল ৩০ মার্চ শহরের আসামবস্তী এলাকায় রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেলের ছেলে ও পার্বত্য চট্টগ্রাম অনলাইন ব্লাড ব্যাংকের স্কুল বিষয়ক সম্পাদক আতাহার মাসুম মাহিনের ওপর সন্ত্রাসীরা হামলা করলে গুরুত্বর আহত হন।

 

এ ঘটনায় গেল ৩ এপ্রিল সাংবাদিক সাখাওয়াৎ হোসেন বাদী হয়ে চিহ্নিত কয়েক সন্ত্রাসীর নাম উল্লেখ করে রাঙামাটির কোতোয়ালি থানায় মামলা (নম্বর-০২ তারিখ-০৩/০৪/১৭ ধারা:১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৫০৬) করেছেন। পুলিশ এ ঘটনায় মঙ্গলবার রাতে কালা দাশের ছেলে উৎপল দাশকে (২৫) গ্রেফতার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত