রাঙামাটিতে বিজু ,সাংগ্রাই,বৈসুক মেলা শুরু

Published: 06 Apr 2017   Thursday   

 

 

 

 

 

 

 

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠির ঐতিহ্যবাহী সামাজিক উৎসব  বিজু-সাংক্রাই-বৈসুক-বিঝু উপলক্ষে রাঙামাটিতে তিন দিনের বিজু মেলা শুরু হয়েছে ।

 

বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনষ্টিটিউট প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। চাকমা রাজা দেবাশীষ ব্যারিষ্টার দেবাশীষ রায় মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


এর আগে রাঙামাটি সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বিভিন্ন পাহাড়ী জনগোষ্ঠি নারী পুরুষ ব্যানার ফেষ্টুন নিয়ে র‌্যালীতে অংশ নেয়। শহরের প্রধান সড়ক ঘুরে র‌্যালীটি মেলা প্রাঙ্গণে শেষ হয়। মেলা উদ্বোধনের পর ১৩টি পাহাড়ী জনগোষ্ঠির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়।


এসময় অন্যান্যদের মধ্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, রাঙামাটি হেডম্যান এসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মেলায় পাহাড়ীদের বিভিন্ন ঐতিহ্যবাহী কৃষ্টি ও সাংস্কৃতির পসরা সাজিয়ে ৩০টি ষ্টল বসেছে। তিন দিনের এই মেলায় সেমিনার ,আলোকচিত্র প্রদশনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান পরিবেশনার আয়োজন রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত