পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণ অস্তিত্ব ও জীবনধারা হারিয়ে ফেলছে-সন্তু লারমা

Published: 08 Apr 2017   Saturday   

পার্বত্য চুক্তির ফলে পার্বত্যাঞ্চলের স্থায়ী পাহাড়ী-বাঙালী মানুষ সবাই আশা করেছিল সুখ-শান্তি,সমৃদ্ধি ফিরে আসবে। কিন্তু ১৯ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্যাঞ্চলে উত্তরোত্তর সাম্প্রদায়িকতা নিমর্ম বাস্তবতায় জুম্ম জনগণ তাদের অস্তিত্ব ও জীবনধারা হারিয়ে ফেলতে বসেছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।


তিনি আরো বলেন, চারুকলার মাধ্যমে শিল্পী তার জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য, স্বকীয়-স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যসহ সমগ্র জনগোষ্ঠীর জীবনাধারাকে শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরে জাতির প্রতিনিধিত্ব করে। পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতায় চিত্র শিল্পীরা তাদের কর্মকান্ড যথাযথভাবে পরিচালনা করতে পারছেন না।


তিনি পার্বত্যাঞ্চলের ভিন্ন ভাষাভাষি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা চিত্র কলার মাধমে যথাযথভাবে তুলে ধরতে চারু শিল্পীদের ভূমি রাখার আহ্বান জানান।


শুক্রবার রাঙামাটিতে তিন দিন ব্যাপী হিল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে আয়োজিত আর্ট ক্যাম্প ও চিত্রকলা প্রদর্শনীর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


“জীবন ও রঙের বৈচিত্র্যে স্বপ্নের পাহাড়” প্রতিপাদ্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদ্ধোধনী অনুষ্ঠানে হিল আর্টিস্ট গ্রুপের সভাপতি ধনমনি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ঢালিয়া আল মামুন, ও কবি শিশির চাকমা প্রমুখ।


সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের চারুকলা ইতিহাসে চিত্রশিল্পি চুনীলাল দেওয়ানের অবদান অপরিসীম। তার পরবর্তীতে গৌতমমুনি চাকমা চিত্রকর্মে অসামান্য অবদান রাখেন পাশাপাশি তিনি জুম্ম জনগণের অস্তিত্ব রক্ষার সংগ্রামে সারাজীবন নিবেদিত ছিলেন।

 

শিল্পীদে প্রতিভা বিকাশ প্রসঙ্গে সন্তু লারমা আরো বলেন, চিত্র শিল্পীদেও সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর যে সুযোগ-সুবিধার প্রয়োজন এখানে সেই সুযোগ সুবিধা নেই। যেখানে জীবনের মত জীবন নেই সেখানে এসব সুযোগ-সুবিধা কিভাবে থাকবে! তারপরও নিজেদের অস্তিত্বেও প্রয়োজনে পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষি যেসকল আদিবাসী জনগোষ্ঠী বসবাস করছেন তাদের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও জীবনধারার চিত্র যথাযথভাবে তুলে ধরতে চারু শিল্পীদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত