রাঙামাটিতে রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যদের অবহিত করণ সভা

Published: 08 Apr 2017   Saturday   

শনিবার রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যদের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে  উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মোয়াজ্জম হোসাইন। ইউনিটের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টো’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিট সেক্রেটারী এম.বখতেয়ার উদ্দীন, বক্তব্য রাখেন সোসাইটির পরিচালক খায়রুল আনাম খান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট এ্যাফেয়ার্স বিভাগের পরিচালক খায়রুল আনাম খান সভা সঞ্চালনা করেন।

 

সভায় ইউনিটের কার্য নির্বাহী কমিটির সম্মানীত সদস্য, আজীবন সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সদস্যরা ছাড়াও জাতীয় সদর দপ্তর ইকোসেক প্রকল্পের মাঠ কর্মকর্তা পংকজ সরকার, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট কর্মকর্তা ও ইকোসেক প্রকল্পের প্রকল্প কর্মকর্তা এ.কে.এম.আজরু উদ্দিন সাফ্দার, সহকারি প্রকল্প কর্মকর্তা শাহ্ রাজিউর রহমান রাজু  ও যুব প্রধান সোহানা ফেরদৌসসহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন । 

 

সভায় বক্তারা নিজ নিজ এলাকায় রেড ক্রিসেন্ট কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান সহ এলাকার লোকজনের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে লব্দ জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে এবং যে কোন দুর্যোগ বিশে কওে বন্যা, অগ্নিকান্ড, পাহাড় ধ্বস জনিত পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিট জেলার অধিক ঝুকিপূর্ণ কমিউনিটিতে,কমিউনিটি পর্যায়ে দুর্যোগ জনিত বিরুপ প্রতিক্রিয়া মোকাবেলায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে নানাবিধ কর্মসূচী ও শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সহশিক্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজীবন সদস্যদের মধ্যে রেডক্রস,রেড ক্রিসেন্ট আন্দোলনের জন্ম কথা, ইতিহাস, মৌলিক নীতিমালা,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সোসাইটির কার্যক্রম, ইকোনমিক সিকিউরিটি প্রকল্প, যুব রেড ক্রিসেন্ট কার্যক্রম এবং ইউনিটের কার্যক্রম বাস্তবায়নে আজীবন সদস্যদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার সম্পর্কে ধারনা প্রদানের লক্ষ্যে এই অবহিত করণ সভার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত