বরকলে গাজাঁসহ এক মহিলা আটক

Published: 08 Apr 2017   Saturday   

রাঙামাটির বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়ার লঞ্চ ঘাট থেকে শিরিন বেগম (২৫) নামে এক মহিলাকে গাজাঁসহ হাতে নাতে ধরে ফেলেছে স্থানীয় আওয়ামীলিগের কর্মী মেম্বার ও এলাকার লোকজন। আটককৃত শিরিন বেগম কলাবুনিয়া গ্রামের মৃত হারেজ মিয়ার মেয়ে।


জানা যায়,শনিবার সকালে রাঙামাটি থেকে বিরতিহীন লঞ্চে করে শারমিন বেগম কলাবুনিয়ার ঘাটে নামলে এলাকার লোকজনের তার গতিবিধি সন্দেহ হলে আওয়ামীলীগের নেতা নাছির উদ্দিন ও স্থানীয় ওর্য়াড মেম্বার জাকির হোসেনের নের্তৃত্বে শিরিন বেগমের ব্যাগ তল্লাসী করে একটি পলিটিন থেকে প্রায় এক কেজি গাজা পায়। শারমিন বেগমকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করা হয়।


স্থানীয় নেতা ও উপজেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মহারাজ জানান, সম্প্রতি এলাকায় কিছু অসাধু ব্যবসায়ীর কারণে গাজাঁর প্রকোপ বাড়ছে। এলাকার যুবক ও বিভিন্ন পেশার মানুষ গাজাঁর নেশায় আসক্ত হচ্ছে।


বরকল থানার এস আই জীবন রায় চৌধুরী জানান, শিরিন বেগম নামে এক মহিলাকে গাজাঁসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত