মহালছড়িতে জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

Published: 10 Apr 2017   Monday   
no

no

খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোন কর্তৃক আয়োজিত হাজারো দর্শকের উপস্থিতিতে সোমবার জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

 

পাহাড়িদের ঐতিহাসিক বিজু-সাংক্রাই-বৈসুক-বিষু-বিহু-সংক্রান উৎসবকে ঘিরে  মহালছড়ি মাঠে মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ আবদুল্লাহ জুনায়েদ পিএসপি বেলুন ও কবুতর উড়িয়ে মহালছড়ি জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল মোমেন, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল এবং সাবেক শিক্ষক শাহাজাহান পাটোয়ারীসহ অন্যান্য কর্মকর্তা ও সেনা অফিসাররা।

 

উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, খেলাধূলা শুধু আনন্দ উপভোগ করার জন্য নয়, এ খেলাধুলা এলাকার শান্তি সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে। সেনা বাহিনী শান্তি-শৃংখলা ও নিরাপত্তা  রক্ষার পাশাপাশি এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। এ ধারাবাহিকতা বজায় রাখার জন্য এ মহালছড়ি জোন এ ফুটবল টুর্ণামেন্ট আয়োজন করার কথা জানান।

 

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বন্ধন একাদশ বনাম সিঙ্গিনালা শাপলা সংঘ একাদশ এর মুখোমুখি হয়। খেলায় সর্বশেষ ফলাফলে ৩-২ গোলে বন্ধন একাদশ  সিঙ্গিনালা শাপলা সংঘ একাদশকে পরাজিত করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত