লামায় গণশুনানীতে দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ

Published: 12 Apr 2017   Wednesday   

লামায় প্রত্যক সরকারি অফিসকে অভিযোগগুলোর আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেছেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ।


তিনি বলেন, সেবাগ্রহীতারা যেসব অভিযোগ করেছে তার সমাধানহিসেবে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানার জন্য প্রতিমাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলোআপ করা হবে। প্রত্যেক সরকারি অফিসকে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার জন্য সেবার মূল্য তালিকা এবং সিটিজেন চার্টার লাগাতে হবে। তিনি বলেন, সাধারণ জনগণের হয়রানি রোধে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রতিটি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানকে সরকারী পরিপত্র অনুযায়ী প্রতি সপ্তাহে সম্ভব না হলেও মাসে অন্তত: একবার নিজ উদ্যোগে গণশুনানী আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, সব অফিসকে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য তথ্য কর্মকর্তা নিয়োগ করতে হবে।


বুধবার সকালে লামা উপজেলা পরিষদ কমপ্লেক্সে দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত গণশুনানীর প্রথম পর্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


দুর্নীতি দমন কমিশন, সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, চকরিয়া ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) লামা উক্ত ফলোআপ গণশুনানীর আয়োজন করে।

 

উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু এর সভাপতিত্বে ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বান্দরবার জেলা পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়, টিআইবি’র পরিচালক জসিম উদ্দিন ফেরদৌস, দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মোঃ মনিরুজ্জামান, দুদকের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাঈদ, উপ-পরিচালক সৈয়দ আহমেদ, সনাক চকরিয়ার সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর উপজেলা সভাপতি মোঃ আইয়ুব প্রমুখ। যেসব অফিস গণশুনানীতে অংশগ্রহণ করেন সেগুলো হলো যথাক্রমে উপজেলা ভূমি অফিস, সাব-রেজিষ্ট্রি আফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যূৎ উন্নয়ন বোর্ড, হিসাবরক্ষণ অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, সমাজেসেবা অফিস, সমবায় অফিস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।

 

গণশুনানীর শেষে দুদক কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ জানিয়েছেন প্রতিমাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে সকল বিভাগের অগ্রগতি ফলোআপ করা হবে। সবশেষে তিনি সকলকে হালাল জীবিকার মাধ্যমে জীবন ধারণের আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত