মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে বিসিপি`র বিক্ষোভ

Published: 14 Apr 2017   Friday   

মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে শুক্রবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সড়কের মাঝে অবস্থান করে সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। 

 

সমাবেশ থেকে বাঙালী ছাত্র পরিষদের নেতারা আগামী ৭২ঘন্টার মধ্যে মোটর সাইকেল চালক ছাদিকুল হত্যাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচী ঘোষনা দিতে বাধ্য হবে।


সমাবেশে বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর এর সভাপতিত্বে সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক নুর শফিউল্লাহ ও কলেজ কমিটির আহবায়ক ফয়েজ আহম্মেদ।


এর আগে শহরের কাঠাঁলতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি পুলিশ প্রহরায় শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো কাঠালতলী এলাকায় গিয়ে রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের উপর সমাবেশে মিলিত হয়।


নিহত ছাদিকুলের বাবা মোঃ নাজিম উদ্দিন দাবী করে জানান, গেল সোমবার দুই যুবক তার সন্তানের মোটর সাইকেলটি তাকেসহ ভাড়ায় নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির ঘিলাছড়িতে আসে। এরপর তার সন্তান গাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরে না যাওয়ায় পরদিন সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিভিন্ন জাগায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। এ ঘটনায় মহালছড়ি থানায় একটি জিডি করা হয়েছে। গেল বৃহস্পতিবার সন্ধ্যারাতে ঘিলাছড়িস্থ রাঙ্গেল পাড়া এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় ছাদিকুলের লাশ পাওয়া যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত