খাগড়াছড়িতে চাঁদাবাজী করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক দুই সাংবাদিক

Published: 16 Apr 2017   Sunday   

খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়িতে রোববার চাঁদাবাজী করতে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হয়েছে দুই সাংবাদিক। উত্তম-মধ্যম দিয়ে দুই সাংবাদিককে স্থানীয় ভুয়াছড়ি সেনা ক্যাম্পে সোর্পদ করেছে এলাকাবাসী।


আটক দুই সাংবাদিকের একজন দৈনিক সংগ্রাম ও দি ফিনানসিয়াল এক্সপ্রেসের খাগড়াছড়ি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এবং অন্যজন সংবাদ প্রতিদিনের খাগড়াছড়ি প্রতিনিধি লোকমান হোসেন।


ভুয়াছড়ি এলাকার বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া, কাবিল হোসেন, ইদ্রিস আলী জানান গেল ১০ এপ্রিল দক্ষিন ভুয়াছড়িতে একটি একটি পাহাড় কেটে মসজিদ নিমানের কাজ করছিল এলাকাবাসী। পাহাড় কাটা অবৈধ, এই বিষয়ে নিউজ করবো, আপনাদের জেল হবে-হুমকি দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে দুই সাংবাদিক। এক পর্যায়ে বিষয়টি ৫ হাজার টাকায় দফারফা হয় এবং ৫ হাজার টাকা দিয়ে তাদেরকে বিদায় করা হয়। কিন্তু রোববার সকালে তারা পুনরায় গিয়ে তারা ছবি তোলেন এবং বাকী টাকা দাবী করলে এলাকাবাসী তাদেরকে আটক করে স্থানীয় সেনা-ক্যাম্পে নিয়ে যান।


খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচাজ আবু তারেক মোহাম্মদ আবদুল হান্নান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন আটককৃত সাংবাদিকদের থানায় হস্তান্তর করলে চাঁদবাজীর ধারায় মামলা নেওয়া হবে।


এই বিষয়ে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল আজম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বলেন ইদানিং খাগড়াছড়িতে হলুদ সাংবাদিকতা বেড়েছে। যারা সাংবাদিক নাম ও পরিচয় দিয়ে চাঁদাবাজী করছে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত