পহেলা বৈশাখ উপলক্ষে জীবন’র উদ্যোগে মেহেদী অংকন ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী

Published: 16 Apr 2017   Sunday   

পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক "জীবন" এর উদ্যোগে গেল শুক্রবার, পহেলা বৈশাখ উপলক্ষে রাংগামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সদস্য অন্তর্ভুক্তিকরণ, বৈশাখী সাঁজ ও মেহেদী অংকন কর্মসূচী পালিত হয়েছে। 

 

"জীবন" এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোঃ হালিম শেখ-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মঙ্গল শোভা যাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মানজারুল মান্নান। সভাপতিত্ব করেন "জীবন" এর সভাপতি আনোয়ারুল কবির পাটোয়ারী৷ এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইউনুস সুমন, সহ-সভাপতি পারভেজ সুমন, অর্থ সম্পাদক শহীদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক আসফাক হোসেন, যুগ্ন সম্পাদক সাইদা জান্নাত, সহ যুগ্ন সম্পাদক এ্যানি মেরেলিন মারমা, সমন্বয়ক সামিয়া হক, সহ সমন্বয়ক জহিরুল ইসলাম তন্ময়, প্রচার সম্পাদক আলমগীর হোসেন ও জারিন তাসনিম, ইমাম হোসেন, মৌটুসি কর্মকার, "জীবন" কুমিল্লা ইউনিটের জাছিয়া ফরহাদ দিয়া ও মারিয়া ফরহাদ ফিহা৷ এছাড়াও সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন "জীবন" রাবিপ্রবি ইউনিটের সদস্যরা৷


অনুষ্ঠানে রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন "জীবন" এর কর্মী মোঃ আশফাক হোসেন, সাজিদ-বিন- জাহিদ (মিকি), আলমগীর হোসেন, এ্যানি মেরেলিন৷


বৈশাখী সাজ এবং মেহেদী অংকনে ছিলেন জাছিয়া ফরহাদ দিয়া, মারিয়া ফরহাদ ফিহা, সাইদা জান্নাত, জহিরুল ইসলাম তন্ময়, মোক্তাদির আল মামুন, আনিকা তাবাসসুম, এ্যানি মেরেলিন, সামিয়া হক৷ এছাড়া একই স্থানে প্রায় ১২০ জনের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করানো হয়, ৬০জনকে বৈশাখী সাজ ও ১৫ জনের মেহেদী অংকন করা হয়৷
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত