কাপ্তাই হ্রদে দূর্লভ প্রজাতির সাকার মাউথ ক্যাটফিস মাছ উদ্ধার

Published: 17 Apr 2017   Monday   

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে আকর্ষনীয় শরীরি গঠনের নান্দনিক সৌন্দর্য্যের অধিকারি দুর্ভল প্রজাতির মাছের সন্ধান মিলেছে। এ মাছের বৈজ্ঞানিক নাম ‘সাকার মাউথ’ ক্যাটফিস। সোমবার সকালে হ্রদের জেলেদের জ্বালে ধরা পড়ে এই ক্যাটফিস।

 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক নৌ-বাহিনীর কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রোববার সকালে দূর্লভ প্রজাতির একটি মাছ জেলেদের জালে ধরা পড়েছে এমন খবর পেয়ে তিনি কাপ্তাই অফিসের মাধ্যমে মাছটি জেলেদের কাছ থেকে সংগ্রহ করে রাঙামাটিতে আসেন। এ মাছটি মূলত দূর্লভ প্রজাতির এবং এটি বর্হিবিশ্বের কয়েকটি দেশে পাওয়া গেলেও বাংলাদেশের কাপ্তাই হ্রদে এতোটা বড় সাইজের মাছ এই প্রথম পাওয়া গেছে। সাধারনত সৌখিন মানুষজনের এ্যাকুরিয়ামে থাকার কথা থাকলেও দূর্লভ এই মাছটি পাওয়া গেলো জেলেদের জালে।

 

রাঙামাটির বিএফআরআইয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা কাজী বেলাল হোসেন জানান, বাংলাদেশে এই মাছ এ্যাকুরিয়াম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এ্যাকুরিয়ামের এই মাছগুলো আরো অনেক ছোট আকারের হয়। এই মাছ হ্রদের তলদেশে বাস করে এবং তলদেশে জন্মানো শ্যাওলা জাতীয় উদ্ভিদ খেয়ে থাকে এই মাছগুলো। এরা খুবই শান্ত স্বভাবের হয়।


তিনি আরো জানান কাপ্তাই হ্রদের পানিতে মাছটি প্রায় ৩০ সেন্টিমিটার বড় হওয়ার ঘটনায় বুঝা যাচ্ছে কাপ্তাই হ্রদে এই জাতীয় মাছ চাষ করা যেতে পারে। তাই বিষয়টি গবেষনার যথেষ্ট প্রয়োজন রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত