কাপ্তাইয়ে অগ্নিকান্ডে ৪০ ঘর পুড়ে ছাই

Published: 17 Apr 2017   Monday   

সোমবার রাঙামাটির কাপ্তাই নতুন বাজারের কেপিএম টিলায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৪ টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

 

সোমবার দুপুরে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। বৈশাখের প্রচন্ড তাপদাহের সাথে এ আগন দ্রুত ছড়িয়ে পরে । খবর পেয়ে ক্াপ্তাই সেনা বাহিনী,নৌ বাহিনী, বিজিবি ও স্থানীয় ফায়ার দ্রুত ঘটনারস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

 

স্থানীয় জনগণও আগুন নেভানোর কাজে অংশ নেয়। এসময় কয়েকজন আহত হয়। দীর্ঘ দেড় ঘন্টারও বেশী সময় ধরে এই আগুনে কেপিএম টিলার ৩৪টি বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়।

 

বৈদ্যুতিক শর্ট সাকির্ট কিংবা চুলার আগুন থেকে এই আগুনের সুত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় দেড় কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলা প্রশাসক মানজারুল মান্নান,কাপ্তাই উপজেলা জেলা পরিষদ মোঃ দিলদার হোসেন, ইউএনও তারিকুল আলমসহ উর্দ্ধত্ত্বন প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে দিনযাপন করছে।

 

জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নি দূর্গতদের মাঝে ১০ কেজি চাল, নগদ দুই হাজার টাকা ও ১টি করে কম্বল বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত