নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল এর পরিবারের পাশে জুয়েল চাকমা

Published: 18 Apr 2017   Tuesday   

খাগড়াছড়ির মহালছড়িতে নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল এর পাশে দাড়িয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদ এর সদস্য জুয়েল চাকমা। মঙ্গলবার দুপুর ১২ টায় নিহত ছাদিকুল এর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নগদ ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি।

 

জুয়েল চাকমা’র সাথে আরো ছিলেন, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী প্রশান্ত হালদার, টিকু চাকমা, জেলা ছাত্রলীগ নেতা অর্কিড চাকমা. মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোকন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য আনোয়ার হোসেন আম্বর আলী।

 

 নিহত ছাদিকুল এর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে জুয়েল চাকমা বলেন, ছাদিকুল এর হত্যাকান্ডের মতো জঘন্যতম হত্যাকান্ড স্বাভাবিক মানুষ কখনো মেনে নেবে না। এ ঘটনায় জড়িত অপরাধীদেরকে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করেছেন বলে জানান তিনি। নিহতের পরিবারকে আগামীতে আরো যে কোন সহযোগিতা প্রদানেরও আশ^াস প্রদান করেন। ভবিষ্যতে যাতে ছাহিদুল এর মতো জীবন দিতে না হয় সেজন্য সকলকে সজাগ সতর্ক থাকার আহবান জানান।

 

উল্লেখ্য, গেল ১০ এপ্রিল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহালছড়ি স্টেশন থেকে ২ জন যাত্রী নিয়ে নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম রাঙাামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় গিয়ে নিখোঁজ থাকার পর ৩ দিনের মাথায় ঘিলাছড়ি এলাকা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় সেনা ও পুলিশ প্রশাসন ছাদিকুল এর লাশ উদ্ধার করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত