মোটর সাইকেল চালক হত্যার প্রতিবাদে বুধবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

Published: 18 Apr 2017   Tuesday   

নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবীতে বুধবার  রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ।

 

পার্বত্য গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরবাইক চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপয্ক্তু ক্ষতিপূরণ, পাকুয়াখালী, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকান্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার সব স্থাবর-অস্থহাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে এ হরতাল ডাক দেওয়া হয়েছে।

 

প্রেস বার্তায় আরো বলা হয়, লাশবাহী গাড়ি, রোগিবাহী অ্যাম্বুলেন্স, বিয়ের গাড়ি, ধর্মীয় কারণে চলাচলকারী যান, ফায়ার সার্ভিস হরতালের আওতামুক্ত থাকবে।

 

উল্লেখ্য, গেল ১০এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির ঘিলাছড়ি এলাকায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে দুজন যুবক রাঙামাটির ঘিলাছড়ি এলাকায় নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়।  পওে তিন দিন পর গেল ১৪ এপ্রিল তার লাশ রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয়। এ ব্যাপারে নিহতের ভাই মহালছড়ি থানায়একটি হত্যা মামলা দায়ের করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত