রাঙামাটিতে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণ

Published: 18 Apr 2017   Tuesday   

১৪২৪ বঙ্গাব্দ বর্ষবরণ পালন উপলক্ষে মঙ্গলবার দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটির শাখার উদ্যোগে বর্ষবরণ উৎসব পালন করা হয়েছে। 

 

জেলা শিল্পকলা একাডেমী বটমূােজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। উদীচী শিল্পী গোষ্ঠী জেলার সভাপতি অমলেন্দু হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় ধরের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাঙামাটি খেলাঘর আসরের সভাপতি সুনীল কান্তি দে,রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, রাঙামটি কৃষকলীগের সভাপতি জাহিদ আকতার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমাসহ উদীচী শিল্পীগোষ্ঠির নেতৃবৃন্দ এবং শিল্পীবৃন্দ। আলোচনা সভা শেষে উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্যরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন,১৯৬৮ সালে উদীচী শিল্পীগোষ্ঠীর জন্ম।উদীচী বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে দেশের সাধারন জনগনকে জাগ্রত করেছে। বাংলাদেশের ইতিহাসে উদীচী শিল্পী গোষ্ঠীর অবদান অবিস্মরণীয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত