রাঙামাটিতে পার্বত্য গণ পরিষদের ডাকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত

Published: 19 Apr 2017   Wednesday   

মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামের হত্যার প্রতিবাদে বুধবার পার্বত্য গণ পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের ডাকে রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

হরতাল চলাকালে রাঙামাটির আভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরের বাজারগুলোতে অধিকাংশ দোকানপাট খুলেনি। তবে সাপ্তাহিক হাটের দিন থাকায় ব্যস্ততম বনরূপা বাজারে ক্রেতা- বিক্রেতাদের  কেনা-বেচা স্বাভাবিক ছিল।  হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় এইচএসসি পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। আটকা পড়েছেন পর্যটকসহ দূরপাল্লার যাত্রীসাধারণ। আইন শৃংখলা রক্ষায় শহরে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হরতাল সমর্থকদের শহরের কয়েকটি স্থানে পিকেটিং করতে  দেখা  গেছে।

 

এদিকে পার্বত্য গণপরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে উল্লেখ করে বলা হয়, সম্প্রতি মহালছড়িতে ছাদিকুল ইসলাম নামে এক বাঙালি মোটরবাইক চালককে অপহরণের পর হত্যায় জড়িতদের গ্রেফতার, তার পরিবারকে উপয্ক্তু ক্ষতিপূরণ এবং পাকুয়াখালী, ভূষণছড়াসহ পার্বত্য চট্টগ্রামের সব হত্যাকান্ডের বিচার, পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্তু চালু, রাজা ত্রিদিব রায়ের নামে সব স্থাপনার নাম বাতিল ও তার স্থাাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন এ হরতালের সমর্থন দিয়েছে।

 

উল্লেখ্য,গত ১০এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ি থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলামকে দুজন যুবক রাঙামাটির ঘিলাছড়ি এলাকায় নিয়ে যায়। এরপর  থেকে তিনি  নিখোঁজ হন। এক পর্যায়ে গত ১৪এপ্রিল ছাদিকুলের লাশ রাঙামাটির নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে নানিয়ারচর থানায়  একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত