মোটরসাইকেল চালক হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে খাগড়াছড়িতে শান্তিপূর্ন হরতাল পালন

Published: 19 Apr 2017   Wednesday   

খাগড়াছড়ির মহালছড়ির ভাড়ায় মোটরসাইকেল চালক সাদিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতারসহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের দাবীতে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ(পিবিসিপি) সহ সমমনা সংগঠনগুলোর ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

 

বুধবার সকালে বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা  হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে পিকেটিং করছে। সকালে সাড়ে ৯ টার দিকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাপলা চত্বর থেকে আদালত সড়কের দিকে যাবার সময় মাষ্টার পাড়া মোড়ে একটি পাথর বোঝাই ট্রাকে পাথর নিক্ষেপ করে গাড়ীর কাচ ভাংচুর করে পিকেটাররা। এ সময় পুলিশ ধাওয়া করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

 

হরতাল চলাকালে জেলা শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জেলার অভ্যন্তরীন ও দুরপাল্লার সড়কে  সব ধরনের যানবাহন চালাচল বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান হরতালের কারনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া সকল ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

উল্লেখ্য, গেল ১০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহালছড়ি বাস স্টেশন থেকে দুই জন যাত্রী নিয়ে নিহত মোটর সাইকেল চালক ছাদিকুল ইসলাম রাঙামাটি জেলাধীন নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায় গিয়ে নিখোঁজ হন। তিন দিন পরে  ঘিলাছড়ি এলাকা থেকে মাটি চাপা দেওয়া অবস্থায় সেনা ও পুলিশ প্রশাসন ছাদিকুল এর লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে  গেল ১৬ এপ্রিল পল্টু চাকমা নামে রাঙামাটির নানিয়ারচর ঘিলাছড়ি থেকে এক যুবককে আটক করে পুলিশ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত